Header Ads

Android Application or Android Apps

এন্ড্রয়েড এপ্লিকেশন বা এন্ড্রয়েড অ্যাপস

 (Android Application or Android Apps)


 আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। প্লাটফর্ম অনুযায়ী সফটওয়্যার তৈরি করা হয়। যেমন উইন্ডোজের জন্য তৈরি সফটওয়্যার ম্যাক বা লিনাক্সে চলবেনা। তেমনি আইফোনের জন্য তৈরি সফটওয়্যার এন্ড্রয়েডে চলবেনা। এন্ড্রয়েড ফোন বা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে এমন সফটওয়্যার, গেম, উইজেট বা অ্যাপস গুলোই হল এন্ড্রয়েড এপলিকেশন বা এন্ড্রয়েড অ্যাপ।

No comments

Powered by Blogger.